ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন চায় এনপিপি

সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন চায় এনপিপি

বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির চেয়ারম্যান এবং এর নেতৃত্বাধীন জোট ‘গণতন্ত্র বিকাশ মঞ্চ’র সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, বিএনপিসহ কিছুদল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। অথচ ২০০৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়ক-এর প্রধান করে বিএনপি তত্ত্বাবধায়কের চেতনাকে প্রশ্নবিদ্ধ এবং সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। আবার অনেকে জাতীয় সরকার চাচ্ছে। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না, আমরা জাতীয় সরকারও চাই না। আমরা সমৃদ্ধ, উন্নত এবং আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা নির্বাচন কমিশনকে বলব, তারা যেনো তাদের দেয়া আইনি ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করে সেই প্রত্যাশাও করছি। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, গণতন্ত্রকে সুসংহত ও বিকাশ করার জন্য, উন্নয়নের ধারা অব্যাহত ও গণতন্ত্রকে সুসংহত রাখার জন্য গণতন্ত্র বিকাশ মঞ্চ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি ৮৩টি আসনে প্রার্থী দিয়ে সারা দেশে সাংগঠনিক ভিত্তি প্রমাণ করেছে। এবার ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা বিশ্বাস করি, বর্তমান নির্বাচন কমিশনের স্বদিচ্ছা, আন্তরিকতা ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। এনপিপির চেয়ারম্যান বলেন, আগস্ট মাস শোকের মাস। এই মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- এনপিপির সিনিয়ার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চ’র সদস্য সচিব একেএম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু) প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত