ইয়ারফোনের প্যাকেটে ইয়াবা দুই ছাত্র গ্রেপ্তার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইয়ারফোনের প্যাকেটে করে ইয়াবা পাচারের সময় দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। গত রোববার রাত ৯টায় মিরপুরের ৬নং সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জাহিদ হাসান দিপু (২০) ও সোহান আলী (২০)। তারা একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। এই ইয়াবা তাদের আরেক বন্ধুর কাছে উপহার হিসেবে পাঠাচ্ছিলেন তারা। ঝুঁকি এড়াতে ইয়াবা যাচ্ছিল ইয়ারফোনের নামে। ইয়ারফোনের প্যাকেট খুলে সেগুলো উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি জানান, তারা একই মেসে থাকতেন। সেখানেই তাদের বন্ধুত্ব। বর্তমানে তাদের কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুরে। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান। কেউ যাতে সন্দেহ না করে তাই তারা ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন। তিনি আরো জানান, ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।