ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অ্যাটর্নি জেনারেল

বিশ্ব নেতাদের খোলা চিঠি নজিরবিহীন

বিশ্ব নেতাদের খোলা চিঠি নজিরবিহীন

প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের করা মামলার বিচার কাজ বন্ধ করতে বিশ্ব নেতাদের খোলাচিঠিকে নজিরবিহীন আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেন, তারা একটি স্বাধীন দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেন না। গতকাল সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এ চিঠি দুঃখজনক বলেও এ সময় মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলাকে ঘিরে আবারও আলোচনা। গ্রামীণ টেলিকমের ১০১ শ্রমিক-কর্মচারীর চাকরি স্থায়ী না করা, শ্রমিকদের জন্য তহবিল ও কল্যাণ তহবিল গঠন না করা এবং লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা না দেয়ার অভিযোগে শ্রম আদালতে যখন ড. ইউনূসসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে, তখন ২৮ আগস্ট মামলার বিচার কাজ বন্ধ করতে বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ১৮৩ ব্যক্তি। এই চিঠিকে নজিরবিহীন আখ্যা দিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এএম আমিন উদ্দিন বলেন, তারা একটি স্বাধীন দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেন না। এ চিঠি দুঃখজনক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত