ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পর্যবেক্ষণে দুদক

গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি

গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার থেকে স্বর্ণ চুরি যাওয়ার ঘটনা পর্যবেক্ষণ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। থানা কর্তৃপক্ষ বিষয়টি দুদকে পাঠালে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটি। গতকাল দুপুরে দুদক কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দুদক সচিব মো. মাহবুব হোসেন এমন মন্তব্য করেন। তিনি বলেন, বিষয়টি আসলেই দুঃখজনক। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। এখন থানা কর্তৃপক্ষ যদি দেখে এটা দুদকের তফসিলভুক্ত অপরাধ, তাহলে তারা দুদকে পাঠালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় মামলার তদন্তে এরইমধ্যে আটজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে বিমানবন্দর থানা। এর আগে, গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজি ৫১০ গ্রাম স্বর্ণ চুরির ঘটনায় গত রোববার রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের। মামলায় বলা হয়েছে, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন ৩ সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ৮টার মধ্যে কে বা কারা গুদামের আলমারির লকার ভেঙে স্বর্ণগুলো নিয়ে যায়। চুরি হওয়া এই স্বর্ণের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত