নির্বাচনের আগেই দলীয় বিভেদ নিরসনের তাগিদ শেখ হাসিনার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলে অভ্যন্তরীণ বিভেদ নিরসন করে তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পাশাপাশি সরকারের উন্নয়ন প্রচার করারও নিদের্শ দিয়েছেন তিনি। এছাড়া দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার না করার বিষয়েও নেতাকর্মীদের পুনরায় সর্তক করেন আওয়ামী লীগ সভাপতি। গতকাল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের ডেকে এই নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে, সহযোগী সংগঠন ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের দিকনির্দেশনা দেন দলীয়প্রধান শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যন্ত সংগঠন শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে হবে। জনগণের সঙ্গে সবাইকে সুন্দর আচরণ করতে হবে। মানুষের বাড়ি-বাড়ি গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।

বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে হবে। তাদের অপকর্ম তথ্যসহকারে জনগণের কাছে তুলে ধরতে হবে। চারিদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। সামাজিক মাধ্যমে গুজবের বিরুদ্ধে সোচ্ছার থাকতে হবে। সবাইকে সর্তক থাকতে হবে।