ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যারা জ্বালাও-পোড়াও করেছে তারা চিহ্নিত হয়ে গেছে

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যারা জ্বালাও-পোড়াও করেছে তারা চিহ্নিত হয়ে গেছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি) বলেছেন, আমি কয়েকবার সাতক্ষীরায় এসেছি, প্রথমে ২০১৪-তে আসি তখন আওয়ামী লীগের নেতাদের খুন, চক্ষু উপড়ে ফেলা ও বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল, এবার মনে হলো সাতক্ষীরা বদলে গেছে। আমি আগে সাতক্ষীরাকে যে ভয়ঙ্কর রূপে দেখেছি, আজ অন্যরূপে দেখলাম, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি যা যা বলেছিলেন তার সফল বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমি নিজে বিভিন্ন দেশে যাই, তারা বলে তোমার প্রধানমন্ত্রীর কারিশমা কী? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই, তার বিকল্প তিনি নিজেই। তিনি বলেন, আগে যারা জ্বালাও-পোড়াও করেছে, তারা চিহ্নিত হয়ে গেছে, তাই তারা আওয়ামী লীগকে ভয় পায়। তিনি গতকাল বিকালে আওয়ামী লীগ, নলতা ইউনিয়ন শাখা আয়োজিত নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য, এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ডা. আ ফ ম রুহুল হক।

পাক রওজা শরীফ জিয়ারত : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকালে হেলিকপ্টারযোগে নলতা শরীফ মাহফিল ময়দানে অবতরণ করেন। এ সময় তিনি উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া, ওলিয়েকূল সিরোমণি আলহাজ্জ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মো. আ. রাজ্জাকসহ কেন্দ্রীয় মিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত