বিশেষ নিরাপত্তাব্যবস্থা

ইউরেনিয়ামের দ্বিতীয় চালান গেল রূপপুর

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক পথে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছেছে। এ চালান যাওয়ার পথে সিরাজগঞ্জে মহাসড়ক পথে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গতকাল সকাল পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা অতিক্রম করে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান গাড়ি। এ সময় মহাসড়ক পথে গাড়ি চলাচল বন্ধ রাখা হয় এবং ইউরেনিয়ামের গাড়ি সিরাজগঞ্জ মহাসড়ক পার হওয়ার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। ইউরেনিয়ামের দ্বিতীয় চালান সড়ক পথে নেয়ার কারণে গতকাল ভোর থেকেই নিরাপত্তার স্বার্থে মহাসড়ক দিয়ে পরিবহন চলাচল সীমিত করা হয় এবং সকাল ৮টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ইউরেনিয়ামের দ্বিতীয় চালান বহরে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনী কঠোর নিরাপত্তায় ছিল। এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ স্থানসহ পুরো মহাসড়কজুড়ে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মহাসড়কের নাটোরের বনপাড়া হয়ে দাশুরিয়া দিয়ে দুপুরে পাবনার রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল সাংবাদিকদের বলেন, মহাসড়ক পথে গতকাল সকালে দ্বিতীয় চালান ইউরেনিয়ামের গাড়ি পাবনার রূপপুরে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়সহ সিরাজগঞ্জের মহাসড়কে বিশেষ নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছানো হয়।