রমনা থানায় মামলা

বিএনপির নেতা শিমুল বিশ্বাসসহ ৯১ জনের বিচার শুরু

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা থানার মামলায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যদিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম এ তথ্য জানান। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া চকবাজার থানার বকসীবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। এ সময় রমনা মডেল থানার মগবাজার মোড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ নেতাকর্মী লাঠিসোঁটা, লোহার রড, ইটপাটকেলসহ বিভিন্ন অস্ত্রসজ্জিত হয়। তখন তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে রাস্তার গাড়ি ভাঙচুর করেন। হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। এ ঘটনায় রমনা মডেল থানার উপ-পরিদর্শক আবদুল কদ্দুছ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জানুয়ারি ৯১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান।