সংসদের ২৫তম অধিবেশন বসছে রোববার

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী রোববার (২২ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। এটি চলতি সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশন। এটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে ১ নভেম্বর থেকে। অর্থাৎ নভেম্বরের প্রথম থেকে নির্বাচনি কার্যক্রম শুরু হবে।

নির্বাচনি কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না। সে অনুযায়ী সংসদের আগামী ২২ অক্টোবরের ডাকা অধিবেশনই হবে শেষ অধিবেশন। তবে সংবিধান অনুযায়ী যেকোনো সময় সংসদ অধিবেশন আহ্বান করা যেতে পারে। নতুন সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার পর আগের সংসদ বিলুপ্ত হয়ে যায়। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি যে ২৫তম অধিবেশন আহ্বান করেছেন, তা ২২ অক্টোবর বিকাল ৪টায় শুরু হবে।