ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওবায়দুল কাদের

নেতাকর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে বিএনপি

নেতাকর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে বিএনপি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে বিএনপি। ২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে। বিকালে বায়তুল মোকাররমে জনতার ঢল নামবে। এই সমাবেশও ১০ ডিসেম্বরের মতো অশ্বডিম্বে পরিণত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, চারিদিকে অশান্তি, অত্যাচার, পরিবেশ আমাদের অনুকূলে নয়। বর্তমানে রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠছে। মানুষের মধ্যে কী হবে, কী হবে অবস্থা চলছে। আগের অশুভ ঘটনাগুলো কষ্ট দিয়েছে। এসব ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না। যারা দেশের সন্ত্রাস-অনাচার করতে চায়, তাদের বধ করতে হবে। যারা অস্থিরতার ডাক দিচ্ছে, সেই অশুভ শক্তিকে রুখতে হবে। যখন রাজনীতিতে আবারও অবরোধ শব্দ আসে, তখন জনগণ আতঙ্কগ্রস্ত হয়। কারণ, এ দেশের অবরোধ কেমন হয়, সেটা ২০০১ সালে মানুষ দেখেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়। সরকার পরিবর্তন চাইলেও সেখানে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। বিশ্বজুড়ে অস্থিরতা চলছে, এই অবস্থায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ধর্ম-বর্ণ সবার প্রতি আহ্বান জানান তিনি।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ৪ নভেম্বর স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে। মেট্রোরেল উদ্বোধন (আগারগাঁও থেকে মতিঝিল) উপলক্ষ্যে। সেই সমাবেশে ফখরুল সাহেবকে দাওয়াত। জীবনে কোনো দিন মেগা প্রকল্প করতে পারেননি। আগারগাঁও থেকে মতিঝিল মহাযাত্রা, ফখরুল সাহেবকে দাওয়াত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত