ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আরেফী এসেছিল জুলাই মাসে

সিরাজগঞ্জে আরেফী এসেছিল জুলাই মাসে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিক দিয়ার গ্রামের মৃত রওশন মন্ডলের ছেলে এবং তার বাবা পাবনা জেলা শিক্ষা অফিসার ছিলেন। প্রায় ৪০ বছর ধরে মাসহ তারা ১০ ভাই বোন আমেরিকায় থাকেন।

তিনি গত জুলাই মাসে উল্লাপাড়ায় এসেছিলেন। উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আরেফী এলাকায় বেল্লাল নামে পরিচিত।

তিনি ও তার পরিবারের লোকজন এলাকায় তেমন আসেন না এবং এলাকার লোকজনের সাথে তাদের যোগাযোগ নেই বললেই চলে। আমেরিকায় তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। তবে তিনি নিজেকে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে থাকেন। তার ওই গ্রামের বাড়ি কোনো বাড়িঘর নেই। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে তার দাদা-দাদির জন্য দোয়া মাহফিল করতে এসেছিলেন এবং উল্লাপাড়া ডাকবাংলোয় ছিলেন কয়েক দিন। তার আত্মীয়স্বজনরা বিএনপির সমর্থক হলেও রাজনীতির সাথে জড়িত নয় বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত