ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ শুরু

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ শুরু

আজ থেকে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে। গত রোববার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সড়ক, রেল, নৌ ও রাজপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।

তিনি বলেন, বিএনপির মহাসমাবেশে হামলা ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং একদফা দাবি আদায়ে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে আজ থেকে টানা তিন দিন পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপির সঙ্গে যুগপৎ থাকা গণতন্ত্র মঞ্চসহ সমমনা রাজনৈতিক দল ও জোটও। এছাড়া সরকারবিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম গতকাল এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত