বিএনপিকে ওবায়দুল কাদের

সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না। বিএনপি প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ নয়। আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়। আমিও বলছি তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।’

গতকাল সকালে সচিবালয়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন বিএনপি নিজেই প- করেছে। তারা নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে দুটি ঘটনায়।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ও একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে হত্যা করেছে। এরপর বিএনপির সঙ্গে জনমত থাকার কথা নয়।

অবরোধ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অপরোধ ডেকে দলটির নেতারা গুহায় ঢুকে গেছে। আর কিছু নেতা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখে। ২৮ অক্টোবর কীভাবে যে ফখরুল দৌড় দিল, দেখাই যাচ্ছে না। ফখরুল সাহেব তাকায় দেখে অন্য নেতারা নাই। সে বেচারা চলে গেছে, অন্য নেতারা সবাই ভাগছে। গেছে তো গেছে, লাদেনের মতো কোন গুহায় প্রবেশ করেছে, আল্লাহ্ জানেন। গুহার মধ্যে গেছে বেরই করা যাচ্ছে না, কোথায় আছে?

আওয়ামী লীগের সমর্থক হিসেবে পুলিশ বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘রিজভী ইজ এ প্যাথলজিক্যাল লায়ার। ওই পদবি নিয়ে ওকে থাকতে হবে। সব সময় বসে বসে ওই আবাসিক প্রতিনিধি মিথ্যাচার করে। এখন কোথায় আছে? ও কোন গুহা থেকে কথা বলে, সেটা তো কারো জানা নেই। ও তো প্রকাশ্যে কোনো মিটিং করছে না। আমি যেমন আপনাদের ডাকলাম, সে কি প্রকাশ্যে কোনো প্রেস ব্রিফিং করছে? সে আবার কোন গুহা থেকে করছে? সব তো গুহার মধ্যে ঢুকে আছে।’

বিএনপির সমাবেশ নিয়ে জাতিসংঘের বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুুুুল কাদের বলেন, ‘দি হ্যাভ বিন মিসলিড। আমরা বলতে চাই জাতিসংঘের আসলে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়। সুদান দেশটা আরো দুইভাগ হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনে কী হচ্ছে? জাতিসংঘের কথা কেউ শোনে? আজকে গাজায় যা হচ্ছে জাতিসংঘের একটি কথা কেউ শুনেছে কি না? জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো নেই বাস্তবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইলেকশন নিয়ে এখানে একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন রকম ইনফরমেশন যেতে পারে, এটাতে তো তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তাদের আসল দায়িত্বটা তারা তো পালন করতে পারছে না। ইউক্রেইনে তারা কিছু শব্দচয়ন করে সুন্দর সুন্দর কথা বলেছে। ক্লাইমেট চেইঞ্জের অবনতি ঘটছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মাঝেমধ্যে সুন্দর ভাষায় আপন মনের মাধুরি মিশিয়ে ভালো ভালো কথা বলেন। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া জাতিসংঘের আর কোথাও তো কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমরা অনেক ভালো আছি।’

সংবিধান অনুযায়ীই হবে আগামী জাতীয় নির্বাচন- পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে আসল, কে আসল না; সেটা কোনো বিষয় নয়। বিএনপি না আসলে জোর করে আনতে যাব কেন?’

নির্বাচন কমিশন সংলাপে ডাকলেও বিএনপি সেখানে যাবে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘ওখানে যাবে না, এখন আমি ডাকব কেন? প্রেসিডেন্ট ডেকেছেন, তারা আসেনি। নির্বাচন কমিশন ডেকেছে, তারা আসেনি। আমরা গতবার একবারের জায়গায় দুইবার পর্যন্ত সংলাপ করেছি। কী হলো, রেজাল্ট কী আসল বলেন? ফখরুল সাহেব করলেন একটা নাটক। একই দলের এটা কোন ধরনের নীতি। ইলেকশন করলেন জেনেশুনে, নির্বাচিত হলেন, সংসদে গেলেন। এই ডেমোক্রেসি কোথায় আছে? এই উদাহরণ আর একটা জায়গায় দেখান তো।’

মেট্রোরেলের উদ্বোধন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন এমআরটি লাইন ফাইভ’র হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার মেট্রোলাইনের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল ৪টায় মতিঝিলে এ উপলক্ষ্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’