তিন দফা দাবিতে গণভবনের সামনে সোহেল তাজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনের সামনে অবস্থান নিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদের সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ (সোহেল তাজ)। গতকাল বিকাল ৪টায় গণভবনের সামনে অবস্থান নেন সাবেক এই সংসদ সদস্য। এ সময় সোহেল তাজ বলেন, তিন দফা দাবির সদুত্তর না পাওয়া পর্যন্ত গণভবনের সামনে অবস্থান করব। এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) অবস্থান, বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া এভিনিউ) গণভবনের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করেন সোহেল তাজ। সোহেল তাজের তিন দফা দাবি- যেহেতু ১০ এপ্রিল, ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় সেহেতু বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে, তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে। ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।