ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে সৈয়দ নজরুলসহ জাতীয় চার নেতাকে স্মরণ

কিশোরগঞ্জে সৈয়দ নজরুলসহ জাতীয় চার নেতাকে স্মরণ

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মস্থান কিশোরগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

গতকাল সকাল ১০টায় জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আফজল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা জামান, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, পৌর মেয়র মাহমুদ পারভেজসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও, সৈয়দ সাফায়েত সৈয়দা মাহবুবা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন রিফাত আহমেদ বচ্চনসহ অনেকেই।

জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান বলেন, জাতীয় চার নেতার একজন হলেন আমাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম। তার বিষয়ে আগামী প্রজন্ম যাতে জানতে পারে সেজন্য সরকারি-বেসরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা জরুরি।

এদিকে, গতকাল বিকাল ৪টায় কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে।

১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতাকে জেলের ভেতরে হত্যা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত