ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সতর্ক অবস্থানে থাকবে আ.লীগ

সতর্ক অবস্থানে থাকবে আ.লীগ

দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত। এই অবরোধ কর্মসূচি থেকে জনগণের জানমালের হেফাজতে দেশজুড়ে সতর্ক অবস্থান নেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বিএনপি জামায়াতের ‘অরাজকতা প্রতিরোধে’ পৃথক পৃথক অবস্থান কমসূচি পালন করবে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেবে দক্ষিণ আওয়ামী লীগ। সকাল সাড়ে ১১টায় গাবতলী বাস টার্মিনালে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিকে পুরান ঢাকার বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে ধোলাইখাল সরদার বাড়ি সংলগ্ন, নাভানা টাওয়ারের অপর পাশের সড়কে অবরোধের বিরুদ্ধে ‘প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের’ আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

একই সঙ্গে সভা-সমাবেশের মাধ্যমে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাবেন দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত