ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মতিঝিল থেকে উত্তরা ৩১ মিনিটের পথ

মতিঝিল থেকে উত্তরা ৩১ মিনিটের পথ

বুড়িগঙ্গার তীরঘেঁষে গড়ে ওঠা যানজটের নগর ঢাকা ক্রমে সম্প্রসারিত হয়েছে উত্তরে। চলে গেছে গাজীপুরের টঙ্গীঘেঁষা উত্তরায়। সঙ্গে টেনে নিয়ে গেছে যানজট। ফলে ২০ কিলোমিটার দূরত্বের উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াতে কর্মব্যস্ত দিনে লেগে যেত দুই থেকে আড়াই ঘণ্টা। তবে এই দুর্ভোগের দিন শেষ হয়ে আসছে। যানজটের নগরে জাদুর মেট্রোরেল এ পথ পার করে দেবে মাত্র ৩১ মিনিটে।

ঢাকাকে যানজটমুক্ত করতে গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করা হয়। সে সময় মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ১০ মাস পরে এসে গতকাল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হলো। এর মধ্য দিয়ে পূর্ণতা পেল ঢাকা মেট্রোরেল। আধুনিক এ গণপরিবহন আজ রোববার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

প্রথমে চালু হবে তিন স্টেশন : মেট্রোরেলের এ অংশের চলাচলসহ যাবতীয় বিষয় সম্পর্কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক জানিয়েছেন, এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে মোট সাতটি। এর মধ্যে প্রথমে চালু হবে তিন স্টেশন : ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল। এরপর চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে। তারপর আগামী ২ মাসের মধ্যে একে একে চালু হবে শাহবাগ, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশন।

মতিঝিল, সচিবালয়ের অফিসপাড়ায় উচ্ছ্বাস : মতিঝিল ও গুলিস্তানের সচিবালয় এলাকায় দেশের সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য নানা সংস্থার অফিস। কিন্তু এসব এলাকার আবাসিক ভবনে ভাড়া অধিক হওয়ায় স্বল্প ও মধ্য আয়ের চাকরিজীবীদের বড় একটা অংশ থাকেন মিরপুরে। কারণ মিরপুরে তুলনামূলক বাড়িভাড়া কম। ফলে মিরপুর এলাকার বসবাসকারীদের জন্য মেট্রোরেল বড় সুবিধা বয়ে নিয়ে আসছে।

মতিঝিলের অফিসগুলোতে যারা চাকরি করেন তারা বলছেন, মিরপুর থেকে অফিসে আসতে প্রতিদিন সময় লাগে দেড় ঘণ্টা। কিন্তু রোববার থেকে মাত্র ১৫ মিনিটেই অফিসে আসতে পারব। এটা অনেক আনন্দের। আবার যারা মতিঝিলের বাসা থেকে মিরপুরে অফিস করেন তারা জানান, মতিঝিল থেকে মিরপুর যেতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা। মেট্রোরেল হওয়াতে এখন হয়তো আধাঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারব।

বিকালে মেট্রোরেল চলাচল না করায় ক্ষোভ জানিয়ে তারা বলেন, যতদূর জানি মেট্রোরেল প্রথম দিকে শুধু সকালের শিফটে চালু হচ্ছে। তাই দেখা যাচ্ছে, যে ফেরার পথে ওই আগের মতোই ধকল খেয়ে পৌঁছাতে হবে।

সকাল-রাতে সময় বাড়ানো হয়েছে আধাঘণ্টা : বর্তমানে সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল করার কারণে ৮টায় যাদের অফিস তাদের পৌঁছাতে দেরি হয়ে যেতো। যাত্রীদের এ দাবির পরিপ্রেক্ষিতে আজ থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে চলাচল শুরু করবে। এদিকে রাত ৮টার পরে যাদের এমআরটি বা র‌্যাপিড পাস রয়েছে তারা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন। কিন্তু যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন তারা রাত ৮টা পর্যন্তই সর্বশেষ মেট্রোরেলে চড়তে পারবেন।

যদিও আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাত্রীরা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করতে পারবেন। ধীরে ধীরে এ অংশেও সময় বাড়ানো হবে।

৩১ মিনিটে মতিঝিল-উত্তরা, মেট্রো ভাড়া ১০০ টাকা : উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩১ মিনিট, আর ভাড়া লাগবে ১০০ টাকা। তবে যাদের র‌্যাপিড পাস রয়েছে তারা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ৪০ টাকা। মতিঝিল থেকে উত্তরা সেন্ট্রাল ও দক্ষিণ ৯০ টাকা, পল্লবী ৮০ টাকা, মিরপুর-১১ নম্বর ৭০ টাকা, মিরপুর ১০ ও কাজীপাড়া ৬০ টাকা, শেওড়াপাড়া ও আগারগাঁও ৫০ টাকা, বিজয় সরণি ৪০ টাকা, ফার্মগেট ও কারওয়ান বাজার ৩০ টাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবলায় ২০ টাকা। অন্যদিকে ফার্মগেট থেকে মতিঝিলের ভাড়া ৩০ টাকা।

মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর-১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া পড়বে ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে লাগবে ৬০ টাকা। ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত