ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আওয়ামী লীগকে মোকাবিলার ক্ষমতা বিএনপির নেই : পরশ

আওয়ামী লীগকে মোকাবিলার ক্ষমতা বিএনপির নেই : পরশ

আওয়ামী লীগকে মোকাবিলা করার মতো ক্ষমতা বিএনপিসহ বিরোধীদের নেই বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। গতকাল রোববার ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমণ্ডি-৩২ নম্বরে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ ফজলে শামস পরশ বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করার মতো ক্ষমতা তাদের নেই, এ কারণেই তারা সাধারণ জনগণের ওপর চড়াও হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ এ দেশের মানুষের অধিকার আদায়ের মাধ্যমেই সৃষ্টি। আমরা কোনো কিছুতে ভয় পাই না। যুবলীগ চেয়ারম্যান বলেন, এ দেশের মাটির অনেক গভীরে আমাদের শিকড়। সুতরাং আমরা ভয় পাই না। এ দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যুবলীগের নেতাকর্মীরা রাজপথে আছে এবং রাজপথে থেকেই রাজনৈতিক ভূমিকা রাখবে। পরশ বলেন, সামনে নির্বাচন, তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ আরো বাড়বে। কারণ তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তাদের আর পেছনে ফেরার পথ নেই। তাই তারা চড়াও হবে। আমাদের সাংবাদিক ভাইদের ওপর তারা চড়াও হয়েছে। ২০০১ সালের পর থেকেই তারা সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়েছে, আজও চালাচ্ছে। তারা বিচার বিভাগে আঘাত হানতে চায়। তারা সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য প্রেসক্লাবে বোমা মেরেছে। ঢাকা-১৪ সংসদীয় আসনে গাবতলীতে অবস্থান কর্মসূচিতে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী সংগঠন। তারা ২০০১ সালের পর থেকে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছে। সাংবাদিক মানিক শাহসহ অসংখ্য সাংবাদিককে হত্যা করেছে। আজ বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে সাধারণ মানুষ এবং পরিবহণের ওপর হামলা করছে। কারণ প্রকাশ্যে আওয়ামী লীগকে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত