ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে আরো ৬৮ প্রকল্প

কক্সবাজারে আরো ৬৮ প্রকল্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার ঘুরে গেলেন কক্সবাজার থেকে। ওইদিন প্রধানমন্ত্রী দোহাজারি-কক্সবাজার রেললাইনসহ ১৪ প্রকল্পের উদ্বোধন এবং ৪টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর এর রেশ না কাটতেই আরো ৬৮টি প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন করবেন তিনি

যেখানে রয়েছে, সিঙ্গেল পয়েন্ট ম্যুরিং প্রকল্প (এসপিএম)। যে প্রকল্পটির উদ্বোধনের মধ্যদিয়ে আমদানি করা জ্বালানি তেল পরিবহণ ও সঞ্চালনে এবার নতুন প্রযুক্তিতে সংযোগ স্থাপন করেছে বাংলাদেশ। একই সঙ্গে উদ্বোধন হতে যাচ্ছে ৪৭টি প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র, ২০টি প্রাথমিক বিদ্যালয় ভবন।

সিঙ্গেল পয়েন্ট ম্যুরিং প্রকল্প (এসপিএম) : সিঙ্গেল পয়েন্ট ম্যুরিং প্রকল্প (এসপিএম)। আমদানি করা জ্বালানি তেল পরিবহণ ও সঞ্চালনে

নতুন এক প্রযুক্তি। কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় ৮ হাজার ৩৪১ কোটি টাকা ব্যয়ে সরকারের বাস্তবায়িত এই প্রকল্পটি আজ ভার্চুয়ালিভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত। তিনি জানিয়েছেন, সকাল ১০টায় এর উদ্বোধন হতে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত