ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রশংসায় ১১১ দেশ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রশংসায় ১১১ দেশ

বিশ্বসভায় এক পর্যালোচনায় অংশ নেয়া ১১১ দেশের মধ্যে ৯০ ভাগই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রশংসা করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউয়ের (ইউপিআর) চতুর্থ পর্যালোচনা বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী। পরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার পরও মানবাধিকার সমুন্নত রাখার পদক্ষেপগুলো জাতিসংঘের মানবাধিকার কমিশনে তুলে ধরা হয়েছে। আনিসুল হক বলেন, বৈঠকে কয়েকটি দেশ অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় বারবার বলছিল। নির্বাচন বিষয়ে বাংলাদেশের সাংবিধানিক অবস্থান তুলে ধরা হয়েছে। এ সময় বেগম জিয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা হয়। পরে কারও পক্ষ থেকে কোনো প্রশ্ন আসেনি। এদিকে আইনমন্ত্রী জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে জানিয়েছেন, বিরোধী দল বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত