রাজধানীজুড়ে সতর্ক অবস্থান নেবে আ.লীগ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির পঞ্চম দফা অবরোধ কর্মসূচি ঘিরে আজ রাজধানীজুড়ে সতর্ক অবস্থান নেবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ। পাশাপাশি দলটির সহযোগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও রাজপথে অবস্থান নেবেন। এছাড়ার ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৬৮ ওয়ার্ডে নেতাকর্মীরা অবস্থান নেবে বলে জানিয়েছেন উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী। তিনি বলেন, রাজধানীতে প্রবেশপথগুলোতে উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেবে, বিশেষ করে, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুরসহ সব গুরুত্বপূর্ণ স্থানে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিয়উ বিএডিসি ভবনে প্রতিনিধি সভা করবে।

অবরোধ থেকে বিএনপি যাতে সন্ত্রাস ও নৈরাজ্য করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থান নিবে দক্ষিণ আওয়ামী লীগের ২৪টি থানা, ৭৫টি ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির অবৈধ অবরোধ থেকে কোন ভাবে যেন গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য সকল থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদের নিদর্শনা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সবাই সতর্ক অবস্থান নেবে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা দলের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান নেবেন।