নির্বাচন পর্যবেক্ষণ

শিগগিরই আসছে ইইউ বিশেষজ্ঞ মিশন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ মিশন কিছু দিনের মধ্যেই বাংলাদেশে আসবে। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন। গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এছাড়া কমনওয়েলথের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকায় অবস্থান করবে।

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আরো কিছু আগ্রহী পর্যবেক্ষক দল আবেদন করেছে- এটি কমিশন সূত্রে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সম্পর্কিত কোনো তালিকা নেই বলে জানান তিনি। অন্য আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে সহযোগিতা দেওয়ার জন্য কোনো দেশ বা সংস্থাকে অনুরোধ জানানো হয়নি।’ উল্লেখ্য, এরই মধ্যে নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করেছে এবং ভোট আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মিয়ানমারে চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে সেহেলি সাবরিন বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’