ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় নির্বাচন ২০২৪

প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন বিক্রি আ.লীগের

প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন বিক্রি আ.লীগের

প্রথম দিনেই ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের ১ হাজার ৭৪ মনোনয়নপত্র বিক্রি হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান আলোকিত বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি বালেন, সশরীরে উপস্থিত হয়ে ১ হাজার ৬০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর অনলাইনে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মোট ১০৭৪ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগের ২০১ জন, সিলেট বিভাগের ৫৫ জন, রাজশাহী বিভাগের ১৭৬ জন, খুলনা বিভাগের ১২৫ জন, বরিশাল বিভাগের ৭৫ জন, ময়মনসিংহ বিভাগের ১০৫ জন ও রংপুর বিভাগের ১০৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গতকাল সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর মধ্য দিয়ে দলটির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন হয়। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। প্রথম দিনে মোট ৫ কোটি ৩৭ লাখ টাকা আয় হয়েছে দলটির। প্রথম দিনেই মনোনয়ন প্রত্যাশিদের পদচারণায় মুখর হয়ে ওঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় কার্যালয় ত্যাগ করার পর মনোয়নয়ন প্রত্যাশিদের ভীড় বাড়তে থাকে বঙ্গবন্ধু এভিনিউতে। উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এমপি প্রার্থীরা। আগ্রহী প্রার্থীদের সঙ্গে জেলা উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এসে বঙ্গবন্ধু এভিনিউ সমবেত হয়েছেন। এ সময় বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট গুলিস্তান পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষ্যে পুরো এলাকাজুড়েই উৎসবের আমেজ তৈরি হয়েছে। ব্যাপক উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। দলের হাজার হাজার নেতাকর্মী দলীয় প্রতীক নৌকা এবং তাদের সমর্থিত প্রার্থী পক্ষে মিছিল নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহে আসছেন। তবে অতিরিক্ত নেতাকর্মীদের চাপে এক ঘণ্টা মনোনয়ন ফরম বিক্রি বন্ধ রাখে দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত