ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৩০ জন

কক্সবাজারে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৩০ জন

ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে বিএনপি-জামায়াতের কোনো তৎপরতা না থাকলেও আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। কক্সবাজারেও তার ব্যতিক্রম না। কক্সবাজারের ৯টি উপজেলা নিয়ে ৪টি সংসদীয় আসনে এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে এরই মধ্যে ৩০ জন ঢাকায় অবস্থান করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও দলীয় সূত্র বলছেন, ৪টি আসনের মধ্যে একটিতে বর্তমান সংসদ সদস্য মনোনয়ন প্রায় চূড়ান্ত হলেও অপর ৩টি প্রার্থী পরিবর্তন হতে যাচ্ছে। যার মধ্যে একটি আসন জোটগতভাবে ছাড় দেয়া হতে পারে জাতীয় পার্টি-জেপিকে। এরই মধ্যে জেলার ৪টি আসনের ভোট গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহিন ইমরান মনোনয়নপত্র সংগ্রহ, জমা, যাচাই-বাছাইসহ অন্যান্যবিষয় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানিয়েছেন, এরই মধ্যে কক্সবাজারের ৪ সংসদীয় আসনের ভোটার তালিকা, কেন্দ্র ও বুথের সংখ্যা নির্ণয় করা হয়েছে। তপশিল ঘোষণা হওয়ার পরই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার নিয়োগের জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে তালিকা গ্রহণ করে বাছাইকৃত তালিকা ধরে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের প্রস্তুতি চলছে। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার জেলার ৪ সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে জেলায় ভোটার এবং ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৫১৩টি সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬টি। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ভোট কেন্দ্রে সংখ্যা বেড়েছে ৪৩টি। বেড়েছে ভোটার সংখ্যাও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ছিল ১৩ লাখ ৬৮ হাজার ৮২ জন তা বৃদ্ধি পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৪৩২ জন। অর্থাৎ ভোটার সংখ্যা বেড়েছে ২ লাখ ৮৪ হাজার ৩৫০ জন। বেড়েছে ভোট কক্ষের সংখ্যা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ৪ আসনে ভোট কক্ষের সংখ্যা ছিল ২ হাজার ৫৭৮টি বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫০৫টি। অর্থাৎ ভোট কক্ষের সংখ্যা বেড়েছে ৯২৭টি।

আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী ৩২ জন : ঢাকার কেন্দ্রিয় আওয়ামী লীগের সূত্র বলছে, কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে এরই মধ্যে ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এটা আরো বাড়তে পারে। প্রাপ্ত তথ্য বলছে, কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে এরই মধ্যে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, বর্তমান সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, সাবেক জেলা গভর্নর মরহুম অ্যাডভোকেট জহিরুল ইসলামের পুত্র জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, কক্সবাজার মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক দৈনিক কক্সবাজার সম্পাদক মরহুম মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র আওয়ামী লীগ নেতা ড. আশরাফুল ইসলাম সজীব, অবসরপ্রাপ্ত জেলা জজ আমিনুল হক, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা নুরুল আজিম কনক কোম্পানি। কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইসমত আরা ইসমু, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। কক্সবাজার ৩ সদর, রামু, ঈদগাঁও আসন থেকে এখন পর্যন্ত দুইদিনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে. কর্নেল অব. ফোরকান আহমেদ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মিজান সাঈদ, রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন। এরা হলেন, বর্তমান সংসদ সদস্য শাহীন আকতার, তার স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র মাহাবুব মোরশেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক এমএনএ অ্যাডভোকেট নুর আহমেদের পুত্র সোহেল আহমেদ বাহাদুর, টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি নুরুল আলম ও নারী নেত্রী মনোয়ারা বেগম মুন্নী।

৩টি আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে, ভাগ বসতে যাচ্ছে জাতীয় পার্টি-জেপি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ নভেম্বর ঘুরে গেলেন কক্সবাজার থেকে। ওই দিন বিকালে মাতারবাড়িতে জনসভায় ভাষণ প্রদানকালে কৌশলে ওই আসনের সংসদ সদস্য প্রার্থীকে পরিচয় করে দিয়েছেন তিনি। মাতারবাড়ি জনসভা মঞ্চে কক্সবাজার ২ মহেশখালী ও কুতুবদিয়া আসনের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে ভাষণ প্রদানের এক পর্যায়ে কাছে ডাকেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত