নিত্যপণ্যের দাম কমাতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই। তিনি বলেন, চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, আদাসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের নাগালের বাইরে। এসব পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ

সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তাই উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।