ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নৌকার মনোনয়ন চান এক ডজন তারকা সাংবাদিক

নৌকার মনোনয়ন চান এক ডজন তারকা সাংবাদিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে মনোনয়ন বিক্রি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। এবার দেশের ৬৪টি জেলার বিভিন্ন আসনে নৌকার প্রার্থী হতে ক্ষমতাসীন দলটির মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। তাদের মধ্যে রয়েছেন কয়েকজন তারকা সাংবাদিকও।

বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ফেনী-২, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম কুমিল্লা-১০, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর-৪, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন ফরিদপুর-১, সংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিজনেস ফাইলের সম্পাদক ও প্রকাশক অভি চৌধুরী কুষ্টিয়া-৪, বাংলাদেশ প্রতিনিদের সহকারী সম্পাদক সোহেল সানি বরিশাল-২, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ ঢাকা-৫, কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আরশী নগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়া-১, দৈনিক যায়যায়কাল ও ডেইলি মর্নিং সান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.আলামিনুল হক আলামিন ব্রাহ্মণবাড়িয়া-৫, এছাড়া চুয়াডাঙ্গা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন দৈনিক আমার সংবাদ সম্পাদক ও প্রকাশক হাসেম রেজা এবং দৈনিক সকালের সময়ের সম্পাদক-প্রকাশক মো. নূর হাকিম। উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভা বসছে আজ। বেলা ১১টায় ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলীয় প্রধান ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এ সভা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। এবার বিতর্কিতদের পরিবর্তে তরুণ, জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতারা দলীয় টিকিট পাবেন। দলের সেবা করার দীর্ঘ ইতিহাস থাকা সাবেক সংসদ সদস্যরাও মনোনয়ন পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত