ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন

ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন

পদত্যাগপত্র জমা দেওয়া তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে সেদিন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রীরা এবং প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। উপদেষ্টাদের প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টারা পদত্যাগ করেছেন এবং তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তাদের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী তিনজন নিয়ে গঠিত বর্তমান মন্ত্রিসভা থেকে দুইজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী বাদ পড়লেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত