ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

চলবে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত
আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের একদফা দাবিতে নবম দফায় আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। সেই তপশিল প্রত্যাখ্যান করে বিএনপি সারাদেশে টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়। এরপর ষষ্ঠ ও সপ্তম দফায় ৪৮ ঘণ্টা করে অবরোধ পালন করে দলটি। সবশেষ অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। এরপর গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালন করে দলটি।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে দলটি। এরপর থেকে দফায় দফায় অবরোধ কর্মসূচী পালন করছে রাজপথের বিরোধী এই রাজনৈতিক দলটি। মাঝে তপশিল ঘোষণার পর দুই দিনের হরতাল পালন করে। সবশেষ অষ্টম দফায় এক দিনের অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত