ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানবতাবিরোধী অপরাধ মামলা

বাগেরহাটের সাত আসামির মৃত্যুদণ্ড

বাগেরহাটের সাত আসামির মৃত্যুদণ্ড

মুক্তিযুদ্ধের সময় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গতকাল এ রায় দেয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

এ মামলায় মোট আসামি ছিলেন ৯ জন। তাদের মধ্যে দুইজন মারা যাওয়ায় এখন আসামি সাতজন। তাদের মধ্যে খান আকরাম হোসেন, মকবুল মোল্লা ও শেখ মো. উকিল উদ্দিন কারাবন্দি রয়েছেন। বাকি চারজন পলাতক। পলাতক আসামিরা হলেন- খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল।

আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। আনীত অভিযোগ প্রমাণ করে পেলেছেন- উল্লেখ করে রায়ে সন্তোষ প্রকাশ করেন প্রসিকিউশন।

আসামির বিরুদ্ধে মামলা পরিচালনা করেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত, প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত