কাঁঠালডাঙ্গী সীমান্ত

বিএসএফের গুলিতে মারা গেছে আহত দুই বাংলাদেশি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারত সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত দুই বাংলাদেশি মারা গেছে। গত সোমবার ভোর রাতে বাংলাদেশের কাঁঠালডাঙ্গী সীমান্তে ও ভারতের নারগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে। মৃত মোকলেসুর রহমান (২৮) হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জহুরুল ইসলাম (২৬) একই গ্রামের আব্দুল বাসেদের ছেলে।

উপজেলার গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ মোকলেসুর রহমান চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশে মারা যায়। অপরদিকে, জহুরুল ইসলাম ভারতের ইসলামপুর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, আমরা একজনের মৃত্যুর তথ্য পেয়েছি। যার মরদেহ ময়নাতদন্তের ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও-৫০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত বাংলাদেশির মরদেহ খুব দ্রুত ফেরত দেওয়া হবে বলে তারা জানিয়েছেন।