রেললাইনের ৭২টি পেন্ডেল ক্লিপ খোলা

নীলফামারীতে অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের সহস্রাধিক যাত্রী

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে রেললাইনের ৭২টি পেন্ডেল ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। হাতুড়ির শব্দে এলাকাবাসী বিষয়টি জানবার জন্য রেললাইনের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় দুর্বৃত্তরা জনসাধারণের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি।

গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

এলাকাবাসী মনো রায়, উত্তম কুমার সিংহ জানান, রাতে ওই এলাকায় রেললাইনের লোহালক্কর খোলার শব্দ শুনতে পেয়ে এগিয়ে কাছে গেলে দেখা যায় কয়েকজন লাইনের ক্লিপ খুলছে। এ সময় তারা কয়েকজন জোটবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় খোরশেদ আলী আরো জানান, ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন। তারা বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে রেললাইনের ৭২টি ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করেন। নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, লাইন মেরামত করে দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়। সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা আলোকিত বাংলাদেশকে বলেন, দূর্বৃত্তরা রেললাইনের ক্লিপ খুলে ফেলেছে- এমন খবর পেয়ে রাতের মধ্যে শ্রমিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে রেললাইনের মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এলাকাবাসী বিষয়টি জানতে না পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ডোমার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছে।