তেজগাঁওয়ে ট্রেনে আগুন

অজ্ঞাত আসামি করে নাশকতা ও হত্যা মামলা দায়ের

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ, ঢাকার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, নাশকতা ও হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি, অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন নেভায়। এ ঘটনায় এক নারী ও তার শিশুসন্তানসহ ওই ট্রেনের চার যাত্রী দগ্ধ হয়ে মারা যান।