ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বান্দরবানে আগেও এমপি-মন্ত্রী ছিল কিন্তু উন্নয়ন হয়নি : বীর বাহাদুর

বান্দরবানে আগেও এমপি-মন্ত্রী ছিল কিন্তু উন্নয়ন হয়নি : বীর বাহাদুর

পার্বত্য বান্দরবানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বান্দরবান-৩০০ আসনে নৌকার প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় বীর বাহাদুর বলেন, আমার আগেও পার্বত্য বান্দরবানে এমপি, মন্ত্রী ছিলেন তারা পার্বত্য অঞ্চলের কোনো উন্নয়নে করেননি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সরকারের আমলে জেলার থানচি উপজেলার মতো দুর্গম এলাকাতেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। সেসব এলাকায় বিদ্যুৎ ছিল না, সেখানে বিদ্যুৎ গেছে। গড়ে তোলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। জেলার সবগুলো উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখন কৃষক তার উৎপাদিত ফসল বিক্রির জন্য উপজেলা থেকে জেলায় আসতে পারছে। পাহাড়ের ছেলেমেয়েরা যাতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জন করতে পারে, সে জন্য গড়ে তোলা হয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয়। যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায়। এদিকে নির্বাচনি প্রচারণায় মুখর পার্বত্য জেলা বান্দরবান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং জেলার রোয়াংছড়ি উপজেলার জামছড়ি, নোয়াপতং ইউনিয়নে ও বাঘমারা বাজারে নির্বাচনি প্রচার-প্রচারণা এবং জনসমাবেশ করেছেন। এর আগে তিনি থানচি, রুমা, রোয়াংছড়ি উপজেলায় নির্বাচনি প্রচারণা চালান। প্রচারণায় সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেলা সদরসহ সব উপজেলায় বীর বাহাদুর উশৈসিংয়ের নির্বাচনি প্রচারণায় ঝুলানো হয়েছে পোস্টার, করা হচ্ছে মাইকিং। অপর দিকে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী এটিএম শহীদুল ইসলাম কিছুটা ব্যতিক্রমীভাবেই চালাচ্ছেন নির্বাচনি প্রচারণার কাজ। পোস্টার, লিফলেটবিহীন তিনি জেলা সদর ও উপজেলায় ভোটারের কাছে যাচ্ছেন। দিচ্ছেন নির্বাচনি আশ্বাস। সব মিলিয়ে জমে উঠেছে পাহাড়ের নির্বাচন। বান্দরবান-৩০০ আসনে মোট ১৮২টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। ঘোষিত তপ্সিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনি প্রচারণা বিধিমালা অংশগ্রহণকারী সব দলের কর্মী সমর্থকদের প্রতিপালনের জন্য বিশেষভাবে জোর দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন। এদিকে নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলার পুলিশ প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত