নির্বাচনে সহিংসতার চেষ্টা করলেই ব্যবস্থা : র‌্যাব

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনের পরিবেশ নষ্ট বা সহিংসতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই মধ্যে ১০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে। আমরা আসামিদের দ্রুত আইনের আওতায় আনছি। সম্প্রতি নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী অস্ত্র উদ্ধারের কাজ বেগবান।

এ পর্যন্ত ১০টির বেশি বিদেশি এবং বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’ খন্দকার আল মঈনের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে যাবে র‌্যাব। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে, সেখানেই কাজ করছে সংস্থাটি।