নেতানিয়াহুর আরেক হার

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসরায়েলে সুপ্রিমকোর্ট বিতর্কিত বিচারিক সংস্কার বাতিল করেছে। বিতর্কিত এই বিচারিক সংস্কারে পরিকল্পনায় অটল ছিল নেতানিয়াহু সরকার। ইসরায়েলজুড়ে গত বছর থেকে এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পরও অবস্থান বদলাননি নেতানিয়াহু। তবে এবার তার সামনে বাধা হয়ে দাঁড়াল সুপ্রিমকোর্ট। বিবিসির খবরে বলা হয়েছে, ওই সংস্কার পরিকল্পনায় সুপ্রিমকোর্টের ক্ষমতা কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। নেতানিয়াহু সরকার ইসরায়েলের বিচারব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিমকোর্টকে দুর্বল করতে গত বছরের শুরুতেই একটি পরিকল্পনা উন্মোচন করে। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিমকোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হতো। এই পরিকল্পনারই বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে ইসরায়েলিরা। তাদের অভিযোগ, এটি বিচার ব্যবস্থাকে দুর্বল ও গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। গত বছরের জুলাই মাসে আইনটি পাস করে ইসরায়েল। আইনটি ইসরায়েলে ব্যাপক ক্ষোভ ও বিভাজন সৃষ্টি করে। টানা কয়েক মাসের বিক্ষেভের পর ২০২৩ সালে সরকারের গৃহীত এই আইনটি বাতিল করার জন্য সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্ত সামনে এলো। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সুপ্রিমকোর্টের এই রায় দেশটির রাজনৈতিক সংকটকে আরো গভীর করতে পারে। কারণ, গাজাকে কেন্দ্র করে চলমান যুদ্ধ তাদের রাজনৈতিক পরিস্থিতিকে এরই মধ্যে ব্যাপকভাবে উত্তপ্ত করে রেখেছে। যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, সে ক্ষেত্রে সংকট আরও গভীর হতে পারে। ইসরায়েলের সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, এই আইন গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করত। সুপ্রিমকোর্টের ১৫ জন বিচারকের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে একেবারে সামান্য সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেওয়া হয়।