রাজধানীতে আ. লীগের নির্বাচনি শোডাউন

প্রচারের শেষ দিনে ভোটের হাওয়া

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নির্বাচনি প্রচারের শেষ দিনে গতকাল রাজধানীর সব এলাকায় বড় শোডাউন করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। এ দিন জাতীয় পার্টির (জাপা) ও স্বতন্ত্র প্রার্থীদের কয়েকজন ছাড়া অন্য দলের প্রার্থীদের তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি।

প্রচারের শেষ দিনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা ২৪টি থানার ৭৫টি ওয়ার্ডে আসনভিত্তিক নির্বাচনি প্রচারণায় অংশ নেন। প্রচারকালে তারা বিভিন্ন স্লোগান ধরেন, ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা।’ নৌকাণ্ডযুবলীগ, যুবলীগ নৌকা; ‘তরুণদের প্রথম ভোট নৌকায় হোক। ‘নৌকা, নৌকা, শেখ হাসিনা, নৌকা, শেখ হাসিনা’ স্লোগানে মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা।

ঢাকা-৬ আসনের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে আগামী ৭ তারিখ স্বাধীনতার পক্ষের লোকজন কেন্দ্রে গিয়ে নৌকায় দেবে। যুবলীগের নেতাকর্মীরা ভোটারদের কেন্দ্রে আসতে সহায়তা করবে। যুবসমাজের প্রথম ভোট নৌকায় দেওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী ৭ জানুয়ারি যুবসমাজ ভোটের মাধ্যমে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আনবে।

সূত্রাপুর কমিউনিটি সেন্টার থেকে ঢাকা-৬ আসনের আওতাধীন সব থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে এক জাঁকজমকপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সূত্রাপুর কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে বংশালের নর্থসাউথ রোডের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আর ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা আটটি নির্বাচনি আসনে প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানান সংগঠনটির দপ্তর সম্পাদক এএইচএম কামরুজ্জামান।

এদিন ঢাকা-৮ আসনের মতিঝিলে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়া তিনি কমলাপুর রেল স্টেশন, পল্টন, শাহাবাগ, রমনা ও শাহজাহানপুর, সচিবালয়, হাইকোর্ট, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কাকরাইল, নয়াপল্টন, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক গুরুত্বপূর্ণ এলাকা নির্বাচনি প্রচার করেন।

প্রচারণার শেষ দিনে ঢাকা-১২ আসনেও গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। বিজয় সরণির আওলাত হোসেন মার্কেট থেকে নির্বাচনি প্রচারণায় শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর ফার্মগেট, কারওয়ানবাজার, সোনারগাঁও মোড়, বাংলামোটর হয়ে মগবাজার, হাতিরঝিল সাতরাস্তা, তেজগাঁও শিল্পাঞ্চল নাবিস্ক মোড়ে গিয়ে ভোট প্রচারণা শেষ করেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান, ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক সফিউল্লাহ শফি, সাবেক সাধারণ সম্পাদক কাজী রেজাউল হক রেজা, সাবেক তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ খোকা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

ঢাকার মিরপুর-১ ও ঈদগাঁহ মাঠ এবং চিড়িয়াখানা রোডে গণসংযোগ করেন থেকে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা-৭ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেন তার বাবা বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিম।