র‌্যাব ডিজি

নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন ভোটাররা

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) এম খুরশীদ হোসেন বলেছেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে মিরপুর-২ নম্বর এলাকায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র‌্যাবের ডিজি এ কথা জানান।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে তাকে নাশকতাকারী হিসেবে আমরা শনাক্ত করব না। তবে জানতে চাইব, আমরা তাকে ওয়াচ করব। আপনি কেন এসেছেন, কী প্রয়োজন আপনার। আপনি অন্য কোনো কাজে ইনভলভ আছেন কি না। যৌক্তিক কোনো কারণ ছাড়া কেউ কোথাও যাবেন না। নিজ নিজ এলাকায় থাকবেন।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, নাশকতার ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল- এ ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে।

আমরা গতকাল তিনজনকে পিকআপ করেছি। তাদের কাছে পেট্রলবোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি। তাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি।

র‌্যাব মহাপরিচালক বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা আন্ডার ইনভেস্টিগেশন। তথ্য পেলে আমরা অবশ্যই আপনাদের জানাব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এমন কোনো হুমকি তৈরি হয়নি, এমন কোনো আশঙ্কা নেই যে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারবে না। শুধু র‌্যাব ফোর্সেস নয়, সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩-১৪ সালের দিকে আমি রাজশাহীর এডিশনাল ডিআইজি ছিলাম। ওই সময়ের কথা যদি আপনি মনে করেন, সে তুলনায় এই বছরে তার ৩০ শতাংশ নাশকতাও নেই। নাশকতা ঘটনা ঘটতে পারে। কিন্তু কোথায় হবে, এটা জানা কিন্তু ডিফিকাল্ট। তবে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।