সিটি কলেজ কেন্দ্রে শেখ হাসিনা গুলশানে ভোট দিলেন শেখ রেহানা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। তিনি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর পরই তার ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। সকাল ৭টা ৫৫ মিনিটে ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছেন আওয়ামী লীগ সভাপতি। ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। তিনি প্রধানমন্ত্রীকে কেন্দ্রে স্বাগত জানান।

এদিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকা-১৭ নির্বাচনি এলাকার এ ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার সঙ্গে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।