চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

গ্রেপ্তার যুবক জেলহাজতে

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও প্রতিনিধি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক ফরহাদ হোসেনকে (১৮) গতকাল দুপুরে জেল হাজতে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। এর আগে সোমবার রাত দেড়টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার পথে ট্রেনে পাথর নিক্ষেক করেন ওই যুবক। গ্রেপ্তার ফরহাদ হোসেন উপজেলার ষোলহাসিয়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে। গফরগাঁও রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গফরগাঁও স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর স্টেশনের অদূরে চলন্ত ট্রেনে গ্রেপ্তার যুবক পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। তখন ট্রেনে দায়িত্বরত আনসার সদস্যরা পাথর নিক্ষেপের ঘটনাটি গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়িতে জানান। পরে আনসার ও জিআরপি পুলিশ অভিযান চালিয়ে রেলস্টেশন এলাকা থেকে ফরহাদকে গ্রেপ্তার করে। এরপর গ্রেপ্তার ফরহাদের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলাও পর গতকাল দুপুরে তাকে হাজতে পাঠানো হয়েছে।