ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুরে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া মর্টারশেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট।

গতকাল সকাল ১১টার দিকে সদরের কোজগড়ে উদ্ধার হওয়া জায়গা থেকে ৫০ মিটার দূরত্বে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় দুই কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেছেন ক্যাপ্টেন মোহতাসিম।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস জানান- মর্টারশেলটি সেনাবাহিনী বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। তবে এই শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত