ঢাকা ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইউনূসকে নিয়ে দেওয়া চিঠি প্রত্যাহারে ১২ জন সিনেটরকে পাল্টা চিঠি

ইউনূসকে নিয়ে দেওয়া চিঠি প্রত্যাহারে ১২ জন সিনেটরকে পাল্টা চিঠি

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাজার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ১২ সিনেটরের দেওয়া চিঠি প্রত্যাহার চেয়ে পাল্টা চিঠি পাঠানো হয়েছে। গতকাল দুপুরে ই-মেইল ও তাদের ঠিকানায় সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবসহ তিনজন আইনজীবী এ চিঠি পাঠিয়েছেন। এতে ১২ সিনেটরের চিঠি প্রত্যাহার চাওয়া হয়েছে। বলা হয়েছে, ১২ সিনেটরের চিঠি বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননাকর। শ্রমিকদের অধিকারের প্রতি অসম্মান দেখানো এবং বিশ্বের শ্রমিকদের অসম্মান করা। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠান। চিঠিতে প্রফেসর ড. ইউনূসের বিদ্যমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত