নেতাদের ওপর চটলেন কাদের

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কয়েকজন নেতার দীর্ঘ বক্তৃতায় চটেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তৃতায় বিরক্ত প্রকাশ করেছেন তিনি। এ সময় তিনি ঢাকা-১০ আসনের এমপি নায়ক ফেরদৌসেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। অনুষ্ঠানের দলের নেতাদের বক্তব্যের এক পর্যায়ে ওবায়দুল কাদের মাইকের সামনে আসেন। এ সময় ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘অসহায় মানুষদের শীতবস্ত্র দিতে ডেকে আনলাম, তাদের বক্তব্য শোনানোর দরকার কী? এখানে কি কেউ শুনতে এসেছে? তাহলে এটাতো রাজনৈতিক দল হিসেবে স্বার্থপরতার চিহ্ন রেখে দেওয়া হলো। এটা ঠিক নয়। যখন আমরা শীতবস্ত্র দিতে ডাকব, তখন শীতবস্ত্রটাই দেব। এখানে ভাষণ দেয়ার কোনো প্রয়োজন নেই। তিনি আরো বলেন, যখন আমরা তাদের শীতবস্ত্র দিতে ডাকব শীতবস্ত্রটাই দেব, এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটার তো কোনো দরকার নেই। তাহলে তো আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের স্বার্থপরতার চিহ্ন রেখে গেলাম! এটা ঠিক না।’

লম্বা সিরিয়ালে নেতাদের ভাষণের বিষয়ে তিনি বলেন, ‘৫-৬ জন এরই মধ্যে ভাষণ দিয়েছেন আরো আছে? এই লোকগুলো কি ভাষণ শুনেছে কেউ? না শুনতে এসেছে? ফেরদৌস (ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ) তার নায়কের ভঙ্গিতে যেভাবে বলেছে, এটা কি এরা বুঝে? এটা বুঝাবার ক্ষমতা তাদের নাই? এরা আসছে একটা শীতবস্ত্রের জন্য আমার ভাষণ শুনতে আসেনি।’

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরুর আগে ঢাকা-১০ আসনের এমপি নায়ক ফেরদৌসসহ কয়েকজন বক্তব্য দেন। ফেরদৌসকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ফেরদৌস নায়কের ভঙ্গিতে যেভাবে বলেছে, এটা কি এরা বোঝে? এসব ভাষণ বোঝার ক্ষমতা এদের কারো নেই। এরা শীতবস্ত্রের জন্য এসেছে। এরা ভাষণ শোনে না। তবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নপর্ব নিয়ে আপত্তি নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।