বিকল বাস থেকে নেমে রেললাইনে যাত্রী

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ নিহত তিন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতু পূর্ব-ঢাকা রেললাইনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মণ্ডলের ছেলে শরিফ (৪০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে রতন (৩২) ও রতনের শিশুপুত্র সানি (৬)।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজশাহীগামী দূরপাল্লার একটি বাস আনালিয়াবাড়ী এলাকায় হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে বাসটি মেরামত করার সময় কিছু যাত্রী নেমে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুসহ ওই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক নারী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তৈয়ব জানান, হতাহতরা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছার পর বিকল হয়। মেরামতের সময় তারা বাস থেকে নেমে রেললাইনে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য। তিনি আরও জানান, এ ঘটনায় নিহত রতনের স্ত্রী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।