ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিশুসহ ত্রিপল হত্যা মামলায় সৎ মামার মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে শিশুসহ ত্রিপল হত্যা মামলায় সৎ মামার মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশুসহ ত্রিপল হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সৎ মামা আইয়ুব আলী ওরফে সাগরকে (৩১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার নন্দিগাঁতী গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে। গত রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো. নাজির এ রায় দেন। ওই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২২ সালের ১ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুর গ্রামের বসতবাড়ি ঘর থেকে সুলতান আলীর স্ত্রী রওশনারা খাতুন (৩০) এবং তাদের দুই ছেলে জিহাদ হোসেন (১০) ও মাহিনের (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রওশনারার ভাই নুরুজ্জামাল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্ঘাটন ও একমাত্র আসামি সৎ মামা আইয়ুব আলী ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয় এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে বলা হয়, ভিকটিম রওশনারা তার সৎভাগ্নি এবং তাঁত পেশার আয় দিয়ে সংসার না চলায় বিভিন্ন সময় বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয় সাগর। কিন্তু ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে তার সৎভাগ্নির আর্থিক সহযোগিতা চায়।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর সে ভাগ্নির কাছে টাকা ধার চায়। এ টাকা দিতে ভাগ্নি অস্বীকার করায় সাগর চুরির সিদ্ধান্ত নেয়। ২৮ সেপ্টেম্বর আবারো সে সৎ ভাগ্নির বাড়িতে যায়। এদিন তার স্বামী বাড়িতে ছিল না এবং রাতে তাদের বাড়িতে অবস্থান করে। একপর্যায়ে ওইদিন গভীর রাতে সাগর ট্রাংক খুলে টাকা খুঁজতে থাকে। এ সময় ভাগ্নি নড়চড়া করলে সাগর মনে করে তাকে চুরি করতে দেখে ফেলেছে। এজন্য তাকে পাটার শিল দিয়ে বুকে আঘাতের পর গলাটিপে হত্যা করা হয় এবং পরে তার ওই ২ ছেলেকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ এ মামলার তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত