পুলিশি হেফাজতে নির্যাতন

মোস্তাকিমের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে শুনানি

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রাম পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার মোস্তাকিমের মামলা খারিজ করেছেন মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রাম। বেশ কিছুদিন আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করা মোস্তাকিমকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠে পাঁচলাইশ থানা পুলিশের বিরুদ্ধে। এ বিষয়ে পাঁচলাইশ থানা পুলিশের দায়ের করা মামলা খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন শুনানি হয়েছে। গতকাল মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রামে শুনানি হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করা মোস্তাকিমকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানা পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন শুনানি হয়েছে। মামলাটি আদালত খারিজ করে দিলে এই আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন মামলা করা হয়।

শুনানিতে অংশ নেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, মোস্তাকিমের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ, মানবাধিকার আইনজীবী সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট হাসান আলিসহ আইনজীবীরা। জানা যায়, পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন মোস্তাকিম।

গত বছরের ১০ জানুয়ারি ডায়ালাইসিস ফি বৃদ্ধি এবং সরকারিভাবে ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কে কিডনি রোগী ও স্বজনদের বিক্ষোভ সমাবেশ থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেসহ অজ্ঞাতপরিচয়ের ৫০ থেকে ৬০ জন রোগীর স্বজনকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে পুলিশ। মোস্তাকিম পাঁচ দিন পর জামিনে মুক্তি পান। যে মায়ের জন্য মোস্তাকিম মামলা, গ্রেপ্তার ও কারাভোগ করেছেন, সেই মা নাসরিন আক্তার গত ১৫ জানুয়ারি রাতে নগরের একটি হাসপাতালে মারা যান।