কাল থেকে শুরু হচ্ছে এস আলমের চিনি পরিশোধন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামীকাল থেকে আবারও চিনি উৎপাদন ও সরবরাহ শুরু করতে মিল পরিষ্কারের কাজ পুরোদমে শুরু হয়েছে এস. আলম রিফাইন্ড সুগার মিলের চিনির গুদামের আগুন নিয়ন্ত্রণে আসার পর কাল থেকে চিনি পরিশোধন করতে পারবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় এস আলম গ্রুপ।

প্রতিষ্ঠানটি বলছে, দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। বিগত ৪ মার্চ বিকালে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে। সরকারের উচ্চমহল, ফায়ার সার্ভিস, নৌ ও বিমানবাহিনীসহ মিলের কর্মচারী ও প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় প্রায় ৬৪ ঘণ্টা পর গুদামের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। আগামীকাল থেকে যেন আবারও চিনি উৎপাদন ও সরবরাহ শুরু করা যায়, তাই মিল পরিষ্কারের কাজ পুরোদমে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে গেছে ১ লাখ টনের মতো অপরিশোধিত চিনি। সৌভাগ্যবশত আশপাশেই অবস্থিত চিনির অন্য ৩-৪টি গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। আগামী ১০-১২ দিনের পরিশোধিত চিনি প্রস্তুত রয়েছে, যা ভোক্তাদের জন্য বাজারের সরবরাহ নিশ্চিত করবে। তাছাড়া, আগামীকাল থেকে আবারও চিনি পরিশোধন কার্যক্রম শুরু হলে তা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।