ময়মনসিংহ সিটি নির্বাচন

শেষ মুহূর্তে ক্লান্তিহীন মেজাজে প্রচারণা

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মোজাম্মেল খোকন, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের প্রচার ও প্রচারণা গত মধ্যরাতে শেষ হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচনের ভোট গ্রহণ। এতে নগরের ১২৮টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার ইলেক্টনিক ভোটিং মেশিন (ইভিএম) এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ফলে শেষ মূহর্তের প্রচার ও প্রচারণায় ক্লান্তীহীন মেজাজে ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। এতে নগরজুড়ে পোস্টার, মাইকিং ও প্রচার-প্রচারণায় উৎসবের আমেজ বইতে থাকে। সূত্রমতে, ২০১৮ সালের ২ এপ্রিল গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের এই দ্বিতীয় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: শহীদুল ইসলাম (স্বপন মন্ডল) নাঙ্গল প্রতীক নিয়ে লড়লেও বাকি চারজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- ঘড়ি প্রতীক নিয়ে মসিকের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু, ঘোড়া প্রতীকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, হাতি প্রতীকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো: সাদেকুল হক খান মিল্কি (টজু) এবং কৃষক লীগ নেতা মো: রেজাউল করিম চৌধুরী লড়ছেন হরিণ প্রতীক নিয়ে। এদিকে বিএনপি জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এই সিটি নির্বাচনেও ভোট বর্জনের পক্ষে অনঢ় থাকায় দলটির নেতাকর্মী ও সমর্থকরা ভোট দিতে কেন্দ্রে যাবে কি-না? এনিয়েও শঙ্কা রয়েছে প্রার্থী ও ভোটারদের। সেই সঙ্গে ইভিএমণ্ডএ ভোটের ফলাফল নিয়েও খোদ নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় শঙ্কা প্রকাশ করেছেন একাধিক প্রার্থী। এ শঙ্কা অনেক ভোটার ও কর্মী সমর্থকেরও। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতবদ্ধ বলে সাংবাদিকদের জানিয়েছেন মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত বেলায়েত হোসেন চৌধুরী। প্রসঙ্গত, ময়মনসিংহ সিটিতে মোট ভোটার সংখ্যার মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ পুরুষ, ১ লাখ ৭২ হাজার ৬৫৫ নারী ভোটার রয়েছে। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। এতে মেয়র পদে পাঁচজন প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী রয়েছে ৬৯ জন। তবে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে মোট ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।