ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামাকে অধিক হারে করারোপের দাবি

অকাল মৃত্যু থেকে বাঁচবে ৫ লাখ তরুণ-তরুণী

অকাল মৃত্যু থেকে বাঁচবে ৫ লাখ তরুণ-তরুণী

নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তামাকজাত দ্রব্যের ওপর অধিক হারে করারোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে এই দাবি জানানো হয়। এতে সংহতি প্রকাশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। কর্মসূচিতে বক্তারা জানান, তামাকজাত দ্রব্যের ওপর অধিক হারে করারোপের মাধ্যমে প্রায় ১০ লাখ তরুণ-তরুণীকে তামাক ব্যবহার থেকে বিরত করা যাবে। এতে প্রায় ৫ লাখ তরুণ-তরুণী অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এমনকি, আগামী বাজেটে সুপারিশ অনুযায়ী তামাকপণ্যের বিদ্যমান কর সংস্কার করা হলে সিগারেটের ব্যবহার ১৫ দশমিক ১ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৩ দশমিক ৮০ শতাংশ। প্রায় ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে। এছাড়া, কার্যকর করারোপের মাধ্যমে বাড়তি প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব। তারা জানান, প্রতি বছর বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয় তামাক গ্রহণের কারণে। আর শুধু বাংলাদেশেই এ সংখ্যা ১ লাখ ৬১ হাজার। এরই মধ্যে ১২ লাখ মানুষই প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপানের শিকার। এছাড়া ৮৫ শতাংশ হৃদরোগের ঝুঁকিও বাড়ায় পরোক্ষ ধূমপান। এমনকি নারীদের ক্যান্সার ও হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা পুরুষের তুলনায় ২৫ শতাংশ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বক্তারা জানান, বিশ্বের ১০০ কোটি মানুষ যারা ধূমপান করে তাদের মধ্যে ২০ কোটি নারী এবং প্রতি বছর প্রায় ২২ কোটি নারী তামাক সেবনের কারণে মারা যায়। এদের মধ্যে ৭১ শতাংশেরও বেশি নারী বাংলাদেশের মতো মধ্যম ও নিম্ন আয়ের দেশে বাস করে। এসব অঞ্চলে তামাকজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিও বেশি। বিশ্বের অনেক দেশে নারীদের মধ্যে ধূমপানের হার বেশি পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি তামাকের কারণে সৃষ্ট পরিবেশের ক্ষতি তথা জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যূত মানুষের মধ্যে ৮০ শতাংশই নারী বলেও জানান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত