ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারক গ্রেপ্তার

ব্লাঙ্ক স্ট্যাম্প ও চেক উদ্ধার
পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারক গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে দেখিয়ে অর্থ গ্রহণের চেষ্টাকালে মো: এনামুল হক (২০) নামে এক প্রতারককে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। এসময় আটককৃত ব্যক্তির কাছে থেকে তিনটি নন-জুটিশিয়াল স্ট্যাম্প ও ২টি শূন্য চেক উদ্ধার করা হয়। গতকাল বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সাতক্ষীরা পুলিশ সুপার মো: মতিউর রহমান সিদ্দিকী।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা পাটকেল ঘাটা তৈলকুপি এলাক থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। আটককৃত আসামি মো: এনামুল হক (৪০) খুলনা ফুলতলা থানার দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এনামুল নামে এক প্রতারক টাকা-পয়সা লেনদেন বিষয়ে আলাপ-আলোচনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পাটকেল ঘাটা তৈলকুপি এলাকা থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের প্রতারকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১৪ লাখ টাকা চুক্তিতে প্রার্থীর স্বাক্ষরিত দুইটি ব্যাংকের শূন্য চেক ও নন-জুটিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। তিনি আরো জানান, প্রতারক একটি সংঘব্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছে। তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় আসামির বিরুদ্ধে একটি প্রতারণা মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত