বেনাপোল স্থলবন্দর দিয়ে এলো ২০০ মেট্রিক টন আলু

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ৮টি ভারতীয় ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম। এ আলুর চালানটি আমদানি করেছেন ইন্ট্রিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামের আমদানিকারক এবং রপ্তানিকারক ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠান। ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিএন্ডএফ এজেন্টর প্রতিনিধি মাসুম বিল্লা জানান, ভারতীয় ৮ ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি করেছে। যার প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। এছাড়া আলুর চালানটি আগামীকাল খালাস হবে বলে তিনি জানান।